দারিদ্র্য, দুর্দশা আর বঞ্চনার গল্প অনেক। তবু কিছু গল্প আশার আলো ছড়ায়, স্বাবলম্বিতার বার্তা দেয়। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ এমনই এক আলো ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। নারী স্বাবলম্বিতা, শিক্ষার্থীদের সহায়তা, পরিবেশ রক্ষা কিংবা সাংস্কৃতিক চেতনার সংরক্ষণ—সবখানেই ছড়িয়ে আছে শুভসংঘের মানবিক উদ্যোগ।
কারো স্বামী নেই, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ আবার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নেশার কারণে দিশাহারা। এ রকম ৬০ নারীর জীবনে নতুন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। দুঃখসাগরে সুখের তরি ভাসাল বসুন্ধরাগতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর আধুনিক অডিটরিয়ামে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ৬০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন।
তিনি বলেন, ‘বসুন্ধরা চায় না কেউ হাত পেতে চলুক। এই সেলাই মেশিন পেয়ে আপনারা যদি স্বাবলম্বী হন, উদ্যোক্তা হন, তবেই এই আয়োজন সফল।’
সকালে শুরু হওয়া আয়োজনে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া জাহান ইভাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
উপকারভোগীদের মধ্যে ছিলেন সুরাইয়া জামান, যিনি স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। তিনি বলেন, ‘সেলাই মেশিন পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। এখন সন্তানদের মুখে হাসি ফোটাতে পারব।’ একইভাবে খাদিজা, নাজমা, ববিতা, জাহানারা জানান, এই সহায়তা তাঁদের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।
ফরিদা পারভীন স্মরণে গৌরীপুরে শোকর্যালি ও আলোচনাসভা গৌরীপুর (ময়মনসিংহ) : একুশে পদকপ্রাপ্ত লালনকন্যা ফরিদা পারভীন স্মরণে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে গত শুক্রবার পৌর শহরের হাতেম আলী সড়কের পাঠক সংগঠন স্বজন সমাবেশের হলরুমে শোকর্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন শুভসংঘ সভাপতি শংকর ঘোষ পিলু এবং সঞ্চালনা করেন ওবায়দুর রহমান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুন মিয়া, রইছ উদ্দিন রইছ, শাহজাহান কবির হীরা, সেলিম আল রাজ, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ জি এম প্রমুখ।
স্মরণ অনুষ্ঠান শেষে চাঁদের হাট ও অগ্রদূত শাখার শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।
গুরুদাসপুরে নতুন কমিটি ও তালবীজ বপন কর্মসূচি
গুরুদাসপুর (নাটোর) : বসুন্ধরা শুভসংঘ নাটোরের গুরুদাসপুর উপজেলা শাখার নতুন কমিটির সাংগঠনিক সভা ও তালবীজ বপন কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. অনিক সরকার।
সভার পরে চাঁচকৈড় বাজার সংলগ্ন সড়কে তালবীজ বপন করা হয়। আলোচনায় শুভসংঘের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
রাজবাড়ীতে শিক্ষার্থী লাবনীর পাশে শুভসংঘ
রাজবাড়ী : অনার্সে ভর্তি হওয়ার স্বপ্ন যখন ফিকে হয়ে যাচ্ছিল রাজবাড়ীর লাবনী আক্তারের তখন পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা। সমাজসেবক মো. আব্দুস সালাম মিয়ার সহযোগিতায় লাবনীর ভর্তি ব্যয় মেটানো হয়। গতকাল কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে লাবনীর মা রুমা বেগম বলেন, ‘শুভসংঘ যেটা করেছে, তা আমি কোনো দিন ভুলব না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ রাজবাড়ী সভাপতি আশরাফ হোসেন খান। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, সেলিনা খাতুন, রেজাউল করিম, রফিকুল ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গায় নদী রক্ষায় মানববন্ধন
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষায় মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা।
গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ হাসান চত্বর এলাকায় পুরাতন ব্রিজের ওপর এই মানববন্ধন করা হয়।
সভাপতিত্ব করেন শুভসংঘ সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। বক্তব্য দেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উদীচীর জেলা সভাপতি হাবিবি জহির রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, মাথাভাঙ্গা নদী একসময় এই অঞ্চলের প্রাণ ছিল। আজ তা দখল ও দূষণের কবলে। এ বিষয়ে প্রশাসনের আরো সক্রিয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুভসংঘ সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
বসুন্ধরা শুভসংঘ দেশের ৩০টির বেশি জেলায় নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, পরিবেশ রক্ষা, সংস্কৃতি চর্চা—সবখানেই শুভসংঘের সক্রিয় উপস্থিতি সমাজে উদাহরণ সৃষ্টি করছে।
SOURCE : কালের কণ্ঠHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf