All news

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাঞ্ছারামপুরে ৬০ জন নারী পেলেন সেলাই মেশিন

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাঞ্ছারামপুরে ৬০ জন নারী পেলেন সেলাই মেশিন

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জগন্নাথপুর আধুনিক অডিটরিয়ামে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন বলেন, বসুন্ধরা চায় না কেউ হাত পেতে চলুক। কেউ ধার নিয়ে চলুক।
আমাদের তখনই ভালো লাগবে, যখন শুনব এসব সেলাই মেশিন নিয়ে আপনারা স্বাবলম্বী হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, এ পর্যন্ত প্রায় ৩০ জেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন হাজার সেলাই মেশিন বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ আরো তিন উপজেলায় সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১টায় আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টার আগেই উপকারভোগীরা আসতে শুরু করেন। ঢাকা থেকে আসা শুভসংঘের একটি দল ও বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্যরা আয়োজন সফল করতে সহযোগিতা করেন। অধ্যাপক চাঁন মিয়া সরকারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া জাহান ইভা। এ ছাড়া এতে স্থানীয় সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অডিটরিয়ামের এককোণে মলিন মুখে বসে ছিলেন শাহজাদা বেগম। আপনিও কি সেলাই মেশিন পেয়েছেন-এমন প্রশ্নে একগাল হেসে নিলেন মাঝবয়সী ওই নারী।
তিনি বললেন, আমার এতিম নাতিনডা পাইছে। নাতিনডির জীবনডা লয়াঅই বাবতা আছলাম। অহন একটা কুল হইলো হেরার।
অনুষ্ঠানের শুরু থেকেই বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল সুরাইয়া জামানকে। উপকারভোগীদের মধ্যে তিনিও একজন। সুরাইয়া জামান বলেন, স্বামী মারা যাওয়ায় দুই শিশুসন্তানকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলাম। শ্বশুরের সঙ্গে কৃষিকাজে সহায়তা করি। এখন সেলাই মেশিন পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। সেলাই করে আয় থেকে কিডনি সমস্যায় ভোগা ছোট ছেলের চিকিৎসাকাজে সহায়তা করতে পারব ভেবে ভালো লাগছে।

উপকারভোগী নাজমা আক্তার, ববিতা রানী শীল, জাহানারা বেগম তাদের কথায় বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগের প্রশংসা করেন। গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।

বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর বলেন, বসুন্ধরা গ্রুপ নারীসহ অসহায় মানুষদের স্বাবলম্বী করতে বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করে। এরই অংশ সেলাই মেশিন বিতরণ। আপনারা এটিকে কাজে লাগালে সার্থকতা আসবে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। পাশাপাশি  তারা সমাজসেবামূলক কাজ করে। তাদের নাম যেন সারা বিশ্বে খচিত হয়, সেই দোয়া রইল।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া জাহান ইভা বলেন, বসুন্ধরা অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে। এখানে তাদের কোনো স্বার্থ নেই। এ ভালো কাজের সফলতা তখনই আসবে, যখন আপনারা এ মেশিন কাজে লাগিয়ে স্বাবলম্বী হবেন। আশা করি, আপনারা সেটা করবেন।

SOURCE : কালের কণ্ঠ